প্রায় কুড়ি বছরের দাম্পত্য জীবন ভাঙতে চলেছে মেরি কম ও তার স্বামী কারুং ওনলারের। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন তারা। আর্থিক সমস্যায় তাদের এই বিবাহ বিচ্ছেদের কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও সূত্রের মারফত জানা যাচ্ছে, মেরি কম-এর জীবনে অন্য পুরুষের আগমন।
২০০৫ সালে বিয়ে হয় তাদের। ২০০০ সালে পরিচয় হয় মেরি কম ও তার স্বামী কারুং ওনলারের। ২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন মেরি। এরপরে মেরি কম বক্সিং ছেড়ে দিতে চাইলেও তার স্বামী তাকে ক্রমাগত এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।
কিন্তু খবর পাওয়া গিয়েছে , তারা এখন আলাদা থাকছেন। কারুং ওনলার থাকেন দিল্লিতে। যার সন্তান নিয়ে মেরি কম থাকছেন ফরিদাবাদে। সুত্র মার্কা জানা গিয়েছে তাদের এই সমস্যা শুরু হয় ২০২২ এ মনিপুর নির্বাচনের সময় থেকে। মেরি কম একপ্রকার জোর করেছিলেন তার স্বামীকে ভোটে লড়তে। ফলে প্রায় দুই থেকে তিন কোটি টাকা খরচ হয়েছিল। যদিও তার স্বামী ভোটে হেরে যান। যার ফলে মেরি কম বেশ অখুশি হয়েছিলেন।
এছাড়াও মেরি কম সম্প্রীতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একজনের সঙ্গে একের পর এক ছবি পোস্ট করছেন। জার জেরে জল্পনা তুঙ্গে।