কাঠের ব্রিজ ভেঙে বিপদ। উল্টে খালে পড়ে গেল ব্রিজের উপর থাকা একটি মোটরভ্যান। আহত দু জন। আহতদের নাম – ছোটু মাহাতো এবং রাজকুমার মাহাতো।
ঘটনাটি ঘটেছে, নদিয়ার কল্যানী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের চরযাত্রাসিদ্ধি এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা কাঠের ব্রীজের। বড্ড নড়বড়ে। প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন চলে স্থানীয়দের যাতায়াত। জানিয়েও সমাধান হয়নি। শেষে বিপত্তি ছিল কপালে। শুক্রবার দুপুরে কয়েক বস্তা বালি নিয়ে কাঠের ব্রিজ দিয়ে চর যাত্রাসিদ্ধি গ্রামের দিকে যাচ্ছিল মোটর ভ্যানটি। হঠাৎ কাঠের ব্রীজের বাঁদিকের একটি অংশ ভেঙে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে খালে পড়ে যায় মোটর ভ্যানটি। এরপর স্থানীয়রা এসে মোটর ভ্যানটি খাল থেকে তুলে আহত দুজনকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি, অবিলম্বে পাকা করা হোক ব্রীজটি। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, প্রাণহানি ঘটেনি এটাই বড় ব্যাপার।
ভেঙে পড়ল ব্রিজ! ব্রিজ থেকে পড়ল ২ জন
