গোপন সুত্রে খবর। সেই খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩১২ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার সোলপাড়া ডাঙ্গি এলাকার বাসিন্দা এনামুল হক নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ব্রাউন সুগার বিক্রি করত বলে অভিযোগ। এর ফলে এলাকার যুব সমাজ ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পরে। এতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রায় হয়ে থাকতো। বিষয়টি নিয়ে গোয়ালপোখর থানার আই সি এন টি ভুটিয়ার কাছে অভিযোগ আসে। এরপর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে আই সির নেতৃত্বে এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে গোয়ালপোখর থানার পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক এনামুল হককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে আগামী আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের এই অভিযানে খুশি এলাকার বাসিন্দারা।
বাড়িতে ৩১২ কেজি ব্রাউন সুগার?
