প্রধান শিক্ষকের ছেলেকে অনুকম্পাজনিত নিয়োগের শর্তে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Spread the love

বাবার মৃত্যু অবসরের ১৫ ঘণ্টা আগে। অনুকম্পাজনিত নিয়োগের শর্তে প্রধান শিক্ষকের ছেলেকে চাকরি দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগের সুপারিশ দেবে। জেলা স্কুল কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে ওই যুবককে তার ব্যক্তিগত নথিপত্র জমা দিতে হবে।

মোঃ কোরবান হোসেনের জন্ম ১৯৬১ সালের ২রা জানুয়ারি। ২০০২ সালে তিনি পূর্ব বর্ধমানের একটি স্কুলে প্রধান শিক্ষক হন। ২০২১ সালের ২রা জানুয়ারি তার ৬০ বছর বয়স হওয়ার কথা। তারপরেই তার অবসরের কথা। কিন্তু ১লা জানুয়ারি সকালেই হৃদরোগে তার মৃত্যু হয়। চাকরি জীবন শেষ হওয়ার আগের দিনই বাবার মৃত্যু হয় ।

এরপরেই মনিকুল অনুকম্পা জনিত শর্তে বাবার চাকরি চেয়ে এসএসসির দ্বারস্থ হন। ৬০ বছর বয়স হওয়ার কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছে ওই প্রধান শিক্ষকের। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয় অবসরের শেষ লগ্নে মৃত প্রধান শিক্ষকের পরিবারের কাউকেই আর চাকরি দেওয়া সম্ভব নয়।

মনিকুল এর পরেই এসএসসির দাবিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মনিকুলের আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেন চাকরিরত অবস্থায় কারোর মৃত্যু হলে অবশ্যই তার পরিবারের সদস্য চাকরি পাওয়ার যোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য চাকরি দেওয়ার নির্দেশ দেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *