প্রিয়াঙ্কা চোপড়া দখল করলেন ‘কল্কি ২’-র মেগা চরিত্র, দীপিকাকে ছাড়িয়ে?
বলিউডের আলোচনামুখর প্রজেক্ট ‘কল্কি ২’-তে বড় চমক! প্রথম ছবিতে দীপিকা পাড়ুকোনের চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু এবার সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। মেগাবাজেট প্রজেক্টে প্রিয়াঙ্কার যুক্তি সিনেমাটিকে এক নতুন মাত্রা দিতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল, প্রতিভা এবং স্ক্রিন উপস্থিতি যেভাবে দর্শককে মুগ্ধ করে, ‘কল্কি ২’-তে সেই সব গুণ আরও স্পষ্ট হবে বলে মনে করা…


