রেলের দুর্ঘটনা এড়াতে রেল এবার থেকে বডি ক্যামেরার সাহায্য নিচ্ছে।শিয়ালদহ ডিভিশন চালু করল সেই পদ্ধতি।
স্টাফ রিপোর্টার : রেলের যাত্রী সুরক্ষার স্বার্থে, প্রতি মুহূর্তেই ভারতীয় রেল আধুনিক ব্যবস্থা পদ্ধতি চালু করে। এবারও রেলের সেফটি এন্ড সিকিউরিটির সাথে কর্মীদের বুকে বডি ক্যামেরা লাগানো শুরু করল। ওই বডি ক্যামেরা বিশেষ করে দেখা যায় কলকাতা পুলিশের পুলিশ কর্মীদের বুকে। একই ভাবে এবার থেকে দেখা যাবে রেলের কর্মীদের বুকে। বুকে জামার সঙ্গে আন্তা থাকবে…