
তিন জেলা একাই মাতালেন দিলীপ
পশ্চিমবঙ্গে গেরুয়া দলের ধুমধাম করে রামনবমী পালন করা শুরু হয়েছিল তাঁরই আমলে। ২০১৬ সালে দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি হন। ২০১৭ সাল থেকে বঙ্গে রামনবমী পালন করা শুরু করে বিজেপি। তারপর একের পর এক সংগঠন বেড়েই গেছে বিজেপির। এরপরই রাজ্য সভাপতি পদ গেছে দিলীপের। নিন্দুকেরা বলেন, দিলীপের দলীয় পদ যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির ক্ষমতায় কমেছে।…