সেনার শক্তি বাড়াতে এলো দেশজ AK-203 ‘শের’
ভারতীয় সেনার শক্তি আরও বাড়ল। রাশিয়ার সঙ্গে মিলিত প্রযুক্তিতে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অংশ হিসেবে উত্তরপ্রদেশের আমেথিতে তৈরি হল আধুনিক আক্রমণাত্মক রাইফেল AK-203। ভারত এই রাইফেলকে নিজের নামে ডাকছে ‘শের’। এই রাইফেল এত জনপ্রিয় কারণ এটি ওজনে খুব হালকা এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। যে কোনও পরিস্থিতিতে সহজে বহন করা যায়। সবচেয়ে বড় শক্তি—এটি খুব দ্রুত…


