
এক লক্ষর বেশি টাকা ভর্তি ব্যাগের মালিক কে? টিকিট পরীক্ষক টাকা উদ্ধার করার পর থেকেই মালিকের খোঁজ পাচ্ছে না,রেল।ওই টিকিট পরীক্ষকের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশংসায় রেলের কর্তারা।
এবার দু-এক টাকা নয় এক লক্ষ টাকা। ট্রেনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পেলেন ট্রেনের টিকিট পরীক্ষক। ব্যাগ ভর্তি টাকা পাওয়ার পর, ওই টাকা কার? সেটার খোঁজ করেও পেলেন না টাকার মালিককে। বিষয়টি এখানে থেমে থাকেনি। টিকিট পরীক্ষক অসিত কুমার পাল ,অবশেষে টাকা জমা করে আরপিএফ এর কাছে। ৪ঠা এপ্রিল অসিত কুমার পাল যখন দুর্গিয়ানা এক্সপ্রেসে টিকিট…