
মুম্বাই ও চেন্নাই এরপর এবার বাংলায় চলবে এসি লোকাল ট্রেন
চলতি বাংলা পেতে চলেছে দুটি এসি লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশন পেতে চলেছে দুটি নতুন এসি লোকাল রেক। যদিও রেল সূত্রের দাবি সার্ভে ও ট্রায়ালের পরেই ট্রেন দুটি চালানো হবে। শিয়ালদহ ডিভিশন কয়েক বছর আগে থেকেই এসি রেক চালানো নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিল। প্রথমে মহিলা স্পেশাল কয়েকটি কামরা প্রথম শ্রেণীর করা হয়েছিল এবং তার ভাড়া…