সামান্থা–রাজের বিয়েতে শুভেচ্ছা পাঠালেন ডেভিড বেকহ্যাম
পয়লা ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের আধ্যাত্মিক পরিবেশে গাঁটছড়া বাঁধলেন বিখ্যাত পরিচালক রাজ নিদিমরু এবং দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের বন্ধুত্ব, কাজের সূত্রে একসঙ্গে সময় কাটানো থেকে জন্ম নেওয়া সম্পর্ক—অবশেষে বিয়ের মাধ্যমে পরিণতি পেল এই তারকা-জুটির প্রেমকাহিনি। ভোরবেলায় মন্দির প্রাঙ্গণে বৈদিক নিয়মে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা, কয়েকজন…


