
বাংলার পরিযায়ীদের বাইরে হেনস্থার অভিযোগ
দক্ষিণ মালদা সাংসদকে স্মারকলিপি প্রদানগোটা রাজ্যের পাশাপাশি মালদা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যান। একই ভাবে ছোট পুঁজির ব্যবসায়ীরা বিভিন্ন রাজ্যে ফেরি করতে যান।শ্রমিক ফেডারেশনের অভিযোগ, বাংলা ভাষায় কথা শুনে বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র, মেঘালয় , ওড়িশা, মহারাষ্ট্রের একদল গুন্ডা, ছিনতাইবাজ, ক্রিমিনাল তাঁদের বাংলাদেশি দাগিয়ে হেনস্থা করে বারবার। তাদের আধার কার্ড দেখতে…