
রাস্তায় মাছ চাষ?
হাবাসপুর দয়ানগর মোড়ে রাস্তায় মাছ চাষের পরামর্শ! কংগ্রেসের অভিনব বিক্ষোভ দীর্ঘ কয়েক বছর ধরে মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের হাবাসপুর অঞ্চলের দয়ানগর মোড়ের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—কোনও ঋতুতেই এই রাস্তায় হাঁটা বা যাতায়াত সহজ নয়। জায়গায় জায়গায় গর্ত, কর্দমাক্ত অবস্থায় জল জমে থাকে দিনের পর দিন। অথচ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন…