Virat Kohli: আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পথে বিরাট কোহলি?
কলকাতা: বর্ডার গাওয়াস্কর ট্রফির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সতীর্থের অবসর মেনে নিতে পারেননি খোদ বিরাট কোহলি, রোহিত শর্মা। আগে জানলে তারা অবসর নিতে দিতেন না বলেই জানিয়েছেন। বিরাট এক্স পোস্টে লিখেছেন, ” ১৪ বছর একসঙ্গে খেলেছি। যেদিন জানালে (অশ্বিন) অবসর নিচ্ছ, একমুহূর্তে কেমন যেন ফ্ল্যাশ ব্যাক চলে গেলাম।” রোহিত…