
আইপিএলে পরপর চারটি ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের
মঙ্গলবার পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমে আচরণ রানে হাঁটতে হলো চেন্নাই সুপার কিংসকে। এই নিয়ে এই সিজনে পরপর চারটি ম্যাচে হারলেন ধোনি বাহিনী।চেন্নাই এর বিরুদ্ধে খেলতে নেমে প্রথম ইনিংসে পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য ১০৩ রান করেন। পাঞ্জাবের পক্ষ থেকে চেন্নাইয়ের সামনে লক্ষ্য রাখা হয় ২২০ রান। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস ২০১ রানেই ম্যাচ শেষ করে।…