শিয়ালদহ স্টেশনে সাবধান।ধূমপান করুন বা থুতু ফেলুন। মোটা জরিমানা গুনতেই হবে।জরিমানা আদায়ের অঙ্ক শুনলেই চোখ কপালে উঠবে।
নিজস্ব সংবাদদাতা :এবার থেকে শিয়ালদহ স্টেশনে খুব সাবধানে ঘোরাফেরা করবেন। যে কোন মুহূর্তেই খপ করে ধরে ফেলতে পারে আপনাকে কেউ।। সঙ্গে সঙ্গে বড় অংকের টাকা ও চলে যেতে পারে পকেট থেকে। না, এটা সবার ক্ষেত্রে নয়। যারা স্টেশন চত্বরে ধূমপান করেন। কিম্বা তামাক জাতীয় দ্রব্য খান, বা ধোঁয়া উড়ালে কিংবা মুখ থেকে থুতু ফেললে দিতে…