৬ মাসে রেকর্ড ভিড়! ৯০ লক্ষ দর্শনার্থীতে দিঘার রোজগার দিনে ৪ লাখ ছাড়াল
দিঘায় গত ছ’মাসে পর্যটকের ভিড় যেন নতুন রেকর্ড গড়েছে। সরকারি হিসাবে প্রায় ৯০ লক্ষ মানুষ এই সময়সীমায় দিঘায় ভ্রমণে এসেছেন। এত বিশাল সমাগমের ফলে প্রতিদিন গড় রাজস্ব ৪ লক্ষ টাকারও বেশি, যা রাজ্যের পর্যটন দফতরের কাছে বড় সাফল্য। সমুদ্রসৈকতের সৌন্দর্য, নতুন রাস্তা, আলো, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি—এসব মিলিয়ে দিঘা এখন আর শুধু সাধারণ পর্যটনকেন্দ্র নয়। অনেক…


