
দীঘায় উঠল ‘বাঙালি’ ঢেউ
ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ। এর প্রতিবাদে ও ভূমিপুত্রদের কাজের অধিকারের দাবিতে আজ দীঘায় এক সুবিশাল মিছিল করল বাংলা পক্ষ। দীঘা রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়ে দীঘাশ্রী মোড় হয়ে বিখ্যাত জাহাজ বাড়ির সামনে শেষ হয় এই মিছিল। মিছিল থেকে উড়িষ্যার পর্যটন বয়কট করার দাবি ওঠে। কয়েক শতাব্দী ধরেই বাঙালির অভিযোগ…