
আবার বাঘের আতঙ্ক!
আবার বাঘ। আবার কুলতলি। দেউলবাড়ি গ্রামে বাঘে আতঙ্কিত গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় এলকার এক মৎস্যজীবীর দাবি, তিনি দেখতে পান মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থলে নদী পেরিয়ে গ্রামের ধান খেতে মধ্যে বাঘ ঢুকছে।মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। গ্রামের মানুষ জন রাত পাহারার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের। কুলতলি থানার পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশের পক্ষ…