INDINEWS24
১১ জন ব্যাট করলেন। ৭ জন বল করলেন। তবুও ভারতীয় ব্রিগ্রেডকে দমানো গেল না। টস জিতে মরু শহরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্মিথ (৭৩) এবং ক্যারির (৬১) রানের উপর ভর করে বোর্ডে ২৬৪ রান তুলে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তখনো হাতে বাকি ছিল তিন বল
২৬৫ লক্ষ্য নিয়ে ময়দানে নামে ভারত। শুরুতে মাত্র ২৮ রানে রোহিত শর্মা এবং ৮ রানে শুভমন গিলকে আউট করে অস্ট্রেলিয়া। টিকে যান বিরাট। অভিজ্ঞতা দিয়ে সমঝে বুঝে ৮৪ তোলেন বোর্ডে। নট আউট থাকতে পারেননি। শ্রেয়সের ৪৫, রাহুলের ৪২ এবং পান্ডেয়ার ২৮ দলকে এগিয়ে নিয়ে যায়। হার্দিকের উইকেট পড়তেই কিছুটা হলেও আশা জাগে অস্ট্রেলিয়ার। তবে শেষ বলে রাহুলের ছয়, বাউন্ডারির বাইরে করে দেয় অস্ট্রেলিয়ার ফাইনালে যাওয়ার আশাকে। ১১ বল হাতে রেখেই ২০২৩ সালে বিশ্বকাপে পরাজয়ের বদলা নিলো ভারত।