রাজনৈতিক মতভেদ ভুলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে জীবনের বিশেষ দিনে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির এই উপহারে আপ্লুত দিলীপ।
দিলীপ ঘোষের বাড়িতে শুক্রবার বিয়ের দিন আধিকারিকদের মাধ্যমে একটি হলুদ রঙের খাম পৌঁছায়। যার ওপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোগো লাগানো। সেখানে লেখা ছিল দিলীপ ঘোষের নাম ও ঠিকানা, সাথে একগুচ্ছ ফুল।

২০২১ সালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে গিয়ে আলাপ হয় রিঙ্কু আর দিলীপের। দিলীপকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রিঙ্কু নিজেই। দিলীপ প্রথমে রাজি হননি। অবশেষে মায়ের কথা মেনে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।
সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্য প্রমুখ দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে যান। দিলীপ ঘোষ কে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সংসদ কীর্তি আজাদ। বৈদিক মতেই অবশেষে ঘনিষ্ঠদের নিয়ে চার হাত এক হল দিলীপ ও রিঙ্কুর।