দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসা জনপ্রিয় টুইন জুটি চিন্কি-মিন্কি—অর্থাৎ সুরভি ও সমৃদ্ধি, এবার তাঁদের পেশাগত বিচ্ছেদ ঘোষণা করলেন। টেলিভিশন শো, সোশ্যাল মিডিয়া কনটেন্ট এবং বিজ্ঞাপনী দুনিয়ায় একসঙ্গে সাফল্যের শিখরে পৌঁছানো এই দুই বোন জানিয়েছেন, তাঁরা এখন থেকে আলাদা আলাদা পেশাগত পথ অনুসরণ করবেন।
এক যৌথ বিবৃতিতে দুই বোন জানান, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ঠিক আগের মতোই মজবুত থাকলেও, শিল্পী হিসেবে আলাদা হয়ে নিজস্ব কেরিয়ার গড়ে তোলার ইচ্ছে থেকেই এই সিদ্ধান্ত। তাঁরা দু’জনেই চান নিজেদের মতো করে বিভিন্ন ক্ষেত্র এক্সপ্লোর করতে।
চিন্কি-মিন্কির এই ঘোষণায় ভক্তমহলে মিশ্র প্রতিক্রিয়া—একদিকে দুঃখ, অন্যদিকে তাঁদের নতুন যাত্রার জন্য শুভকামনা। তবে দুই বোনই আশ্বস্ত করেছেন, পেশাগত বিচ্ছেদ হলেও তাঁরা সব সময় একে অপরের পাশে থাকবেন।
তাঁদের ম্যানেজমেন্ট টিমও এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এটি একেবারে বন্ধুত্বপূর্ণ ও চিন্তাভাবনার ফলাফল, কোনো ব্যক্তিগত মতবিরোধের জন্য নয়।
এই ঘোষণা নিঃসন্দেহে দুই বোনের কেরিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন একসঙ্গে কাজের পর, এবার তাঁরা নিজেদের আলাদাভাবে প্রমাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করছেন।