অনুপ্রবেশ। সঙ্গে জাল নথি। গ্রেফতার এক বাংলাদেশী যুবক। পাশাপাশি বাংলাদেশি যুবককে জাল নথি বানিয়ে দিতে সাহায্য করার অপরাধে গ্রেফতার এক ভারতীয়।সোমবার মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান গতকাল সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে পুলিশ বাংলাদেশী যুবক মহম্মদ উজ্জ্বলকে গ্রেফতার করে।উজ্জ্বল ভারতীয় বাসিন্দা জিয়ারুল হকের নামে ভারতীয় জাল নথি তৈরি করে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে হলদিবাড়ি এলাকার এক ব্যাক্তি ফিরোজ সরকার মহম্মদ উজ্জ্বলকে জাল নথি তৈরিতে সাহায্য করেছিল। জাল নথি তৈরিতে সাহায্যকারী ফিরোজ সরকারকেও পুলিশ গ্রেফতার করে। দু জনকেই ৫ দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে। বাংলাদেশী যুবক মহম্মদ উজ্জ্বল সীমান্তে চোরা চালানের সাথে যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এর পেছনে আরও কেউ যুক্ত রয়েছে কি না জানতে তদন্তে পুলিশ।