রঙের উৎসবে রং বদল, দল বদলালেন বাম কংগ্রেস কর্মী!

Spread the love

দোলের দিন রং বদল। মালদায় দলবদল। কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ। মোথাবাড়িতে ভাঙল রাজ্যের দুই বিরোধী দলের ঘর। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে বিরোধী দল থেকে শাসকদলে যোগ। একাধিক নেতাকর্মী যোগ দিলেন। মালদার মোথাবাড়ি বিধানসভায় অঞ্চল কংগ্রেস সভাপতি, ২ জন বুথ সভাপতি- সহ অঞ্চল কমিটির অন্তত ২৫ জন নেতা এবং শতাধিক কংগ্রেস ও সিপিএম কর্মীর তৃণমূলে যোগ দিয়েছেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাজার এলাকায় এই যোগদান কর্মসূচি হয়।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মন্ত্রী তথা বিধায়ক সাবিনা। দলত্যাগীদের দাবি, মানুষের জন্য কাজ করতেই শাসকদলে যোগদান।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিধানসভা এলাকার ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র উত্তর পঞ্চানন্দপুর- ১ গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল। সেখানে প্রচুর নেতাকর্মী বিরোধীদল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। এরফলে এলাকায় তৃণমূল শক্তিশালী হবে। উপযুক্ত মর্যাদা দিয়ে মানুষের উন্নয়নের সামিল করা হবে নবাগতদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *