২০২৮ সালের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে নতুন পাঁচটি ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ক্রিকেট খেলা হবে পোমোনায়। এখানে আছে একটি অস্থায়ী স্টেডিয়াম ।ছটি দল এখানেই খেলবে।
এই পোমোনাতেই ১৯২২ সাল থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফেয়ার অনুষ্ঠিত হয়। এই মেলার মাঠেই অস্থায়ীভাবে ক্রিকেটের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
২০১৮ সালের ১৪ জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত অলিম্পিকে চলবে ক্রিকেট। এমনটাই জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অনেক দেশই অংশ নেয়। তাই তাদের মধ্যে থেকে ছটা দেশকে বেছে নেওয়া একটু কঠিন। যেহেতু আমেরিকা আয়োজক, তাই তাদের সরাসরি সুযোগ পাওয়াটা সহজ। বাকি পাঁচটি দল কি কি এবং কিভাবে নির্ধারিত হবে, তা সময়ের অপেক্ষা।