রাজ্যের কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ ঘিরে উত্তাল রাজনীতি। ডিএ মামলায় আদালতের রায় কার্যকর না হওয়ায় অবমাননার নোটিস পেয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষে মুখ খুললেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।শনিবার চন্দ্রিমা জানান, রাজ্য কোনওভাবেই আদালতের অবমাননা করেনি। বরং সুপ্রিম কোর্টে একটি ইন্টারলোকাটরি আবেদন দাখিল করেছে সরকার। সেই আবেদনে রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং কেন নির্দিষ্ট সময়ে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব হচ্ছে না, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। চন্দ্রিমার কথায়, “কে অবমাননার মামলা করবে, সেটা আদালতই বিবেচনা করবেন। আমরা আদালতের প্রতি যথাযথ সম্মান রেখে সমস্ত তথ্য পেশ করেছি।”গত ২৭ জুনের মধ্যে রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা দেওয়া হয়নি। এরপরই রাজ্যের বিরুদ্ধে অবমাননার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগস্ট মাসে। চন্দ্রিমা বলেন, “আদালতের আদেশের বাইরে কিছু করা হয়নি। বরং সমস্ত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। অবমাননা হয়েছে কি না, সেটাও বিচারপতিরাই ঠিক করবেন।”এদিকে, এই ইস্যুতে কর্মচারী সংগঠনগুলির তরফে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। তবে চন্দ্রিমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্য কোনওভাবেই আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেনি, বরং পরিস্থিতি ব্যাখ্যা করে সময় চাওয়া হয়েছে মাত্র। এখন সব নজর সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকেই।
২৫% বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের সাফাই, অবমাননা হয়নি বললেন চন্দ্রিমা
