টয়ট্রেনের ১৪৪তম জন্মদিনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নতুন পরিষেবা ঘোষণা

Spread the love

পুজোর আগে পর্যটকদের বাড়তি আনন্দ দিতে আরও তিনটি নতুন রুটে টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী এবং কার্শিয়াং থেকে টুং — এই তিন রুটে চালু হবে নতুন টয়ট্রেন পরিষেবা। অনেক পর্যটক সময় ও শারীরিক কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ ট্রেনযাত্রা করতে চান না। তাঁদের কথা মাথায় রেখেই চালু হচ্ছে সংক্ষিপ্ত এই রুটগুলি।

শুক্রবার, ১৪৪তম টয়ট্রেন দিবসে এই ঘোষণা করে ডিএইচআর। ১৮৮১ সালের ৪ জুলাই প্রথম যাত্রা শুরু করেছিল ঐতিহাসিক টয়ট্রেন। সেই স্মৃতি স্মরণে এবার প্রথমবার উদযাপিত হল ‘টয়ট্রেন দিবস’। শিলিগুড়ির সুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠান হয়— চিত্রপ্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতা, বিশেষ টয়ট্রেন সফর, ফটো সেশন প্রভৃতি। শতাধিক পড়ুয়া ও শিল্পীর অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে জমজমাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচআরের ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায় ও স্টেশন ম্যানেজারসহ অন্যান্য সদস্যরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতি বছর এই দিনটি আরও বড়ভাবে উদযাপনের পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্মের কাছে টয়ট্রেনের ঐতিহ্য তুলে ধরতেই এই প্রয়াস বলে জানান অতিথিরা। চন্দন কুমার রায় বলেন, “টয়ট্রেনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *