‘ডিয়ার মা’র টিজারে নিঃশব্দে বাজল আবেগের সুর, মাতৃত্বের চরিত্রে আবারও অনবদ্য জয়া আহসান

Spread the love

মা শব্দটা একটাই—কিন্তু তার অর্থ হাজার রকম। কখনও আশ্রয়, কখনও ত্যাগ, কখনও অভিমান। সৌরভ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ডিয়ার মা’ সেই অদৃশ্য, অথচ গভীর সম্পর্কের গল্পই তুলে ধরতে চলেছে পর্দায়। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির টিজার, আর সেখানেই এক নিঃশব্দ ঝড় তুললেন জয়া আহসান।

মাত্র এক মিনিটের টিজার। কিন্তু সেই সময়েই দর্শক বুঝে গিয়েছেন—এই ছবি হৃদয়ে দাগ কাটবে। মুখ্য চরিত্রে রয়েছেন জয়া আহসান। তাঁকে দেখা যাচ্ছে এক মায়ের চরিত্রে—যাঁর জীবনে বহু না-বলা কথা জমে আছে। সন্তানের প্রতি ভালবাসা, অভিমান, ত্যাগ আর আত্মগ্লানিতে মিশে তৈরি হয়েছে এক জটিল, অথচ পরিচিত আবহ।

টিজারে কোনও বড়সড় সংলাপ নেই। আছে শুধু দৃশ্য আর অনুভূতির গাঁথুনি। জয়ার চোখের চাহনি, মুখের অভিব্যক্তি—প্রতিটি মুহূর্তই যেন বলছে এক একটি জীবনকথা।

পরিচালক সৌরভ মুখোপাধ্যায়ের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি নয়, কিন্তু ‘ডিয়ার মা’ নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি অনেক বেশি ব্যক্তিগত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ছবি কোনও মাকে মহিমান্বিত করার গল্প নয়। বরং, মা-সন্তানের বাস্তব সম্পর্কের আলো-ছায়ার দিকটাই তুলে ধরতে চেয়েছি।”

ছবিতে জয়ার পাশাপাশি অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ, রাজর্ষি দে-সহ একাধিক পরিচিত মুখ। সিনেমাটোগ্রাফি করেছেন সৌমিক হালদার, আর ব্যাকগ্রাউন্ড স্কোরে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আবহ সংগীত ও ছবির ভিজ্যুয়াল টোন—দুটোই আবেগঘন ও সংবেদনশীল।

টিজার মুক্তির পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া যথেষ্ট ইতিবাচক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, “টিজার দেখেই বুকের ভেতর কেঁপে উঠল।” কারও মতে, “মা নিয়ে বহু ছবি হয়েছে, কিন্তু এমন বাস্তবধর্মী আবহ বহুদিন দেখা যায়নি।”

ছবির প্রযোজনায় রয়েছে ইমেজ মেকারস স্টুডিওস, পরিবেশনায় থাকছে অ্যাংলো এন্টারটেইনমেন্ট।‘ডিয়ার মা’ মুক্তি পাবে আগামী ১২ জুলাই, ২০২৫।

এই ছবি কেবলমাত্র একটি সম্পর্কের গল্প নয়, বরং প্রতিটি সন্তান ও প্রতিটি মায়ের মধ্যে থাকা না-বলা অনুভবগুলোর এক অপূর্ব উপস্থাপনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *