আজ মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, শুভেচ্ছার বন্যায় ভাসছে ক্রিকেটবিশ্ব

Spread the love

আজ, ৭ জুলাই, ভারতের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ৪৩-এ পা দিলেন ‘ক্যাপ্টেন কুল’। তাঁর জন্মদিন উপলক্ষে গোটা দেশজুড়ে এবং আন্তর্জাতিক ক্রিকেট মহলেও বইছে শুভেচ্ছার বন্যা। ভক্ত থেকে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়—সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ককে।

বিশ্ব ক্রিকেটে ধোনির অবদান অনস্বীকার্য। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এক অনন্য নজির গড়েছিলেন তিনি। এখনও একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জয়ের গৌরব অর্জন করেছেন মাহি।

চুপচাপ স্বভাবের এই রাঁচির ছেলে শুধুমাত্র নেতৃত্বই নয়, উইকেটকিপিং ও ফিনিশারের ভূমিকায়ও দুনিয়া কাঁপিয়েছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর হয়ে তাঁর অবদানও ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা থাকবে।

আজকের দিনটি ঘিরে চেন্নাই সুপার কিংস থেকেও বিশেষ পোস্ট করা হয়েছে। ধোনির পুরনো ছবি, স্মৃতি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এমনকী তাঁর অনুরাগীরা রাঁচির বাড়ির সামনে ভিড় জমিয়েছেন এবং কেক কেটে জন্মদিন পালন করছেন।

ক্রিকেট বিশ্বে এমন ক্যারিশম্যাটিক ও বিনয়ী চরিত্র বিরল। তাই ধোনির জন্মদিন মানেই একটা আবেগ, একটা ভালবাসা, একটা সম্মান—যেটা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *