জগন্নাথ ধাম বনাম জগন্নাথ মন্দির। তুঙ্গে তরজা। এবার তরজা গড়ালো তদন্তে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দিঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দয়িতাপতি – সহ অন্যান্য সেবায়েতরা। শনিবার একটি জাতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে, দিঘায় কত জন পুরীর সেবায়েত উপস্থিত ছিলেন। তা জানতে ওড়িশা সরকার সক্রিয় হয়েছে। এমনকি কোন কাঠ দিয়ে বিগ্রহ তৈরি হয়েছে, তাও জানতে চেয়েছে ওড়িশার বিজেপি সরকার। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে চিঠি লিখে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও এই খবরটির সত্যতা যাচাই করেনি INDINEWS24
দিঘা বনাম পুরী। চরমে সংঘাত? পুরীর কোন দয়িতাপতিরা দিঘায় ছিলেন? তদন্ত শুরু পুরীর মন্দির বনাম দিঘার মন্দির
