দীর্ঘ নয় মাস পর ঘরে ফিরলেন ভগবানগোলা থানার অন্তর্গত খোলার পুকুর গ্রামের ঘরছাড়া বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে ভগবানগোলা থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে পুলিশ ও র্যাফ বাহিনী যৌথ অভিযানে এলাকায় প্রবেশ করে। পুলিশি নিরাপত্তায় আটটি পরিবারের সদস্যদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ওই এলাকায় কড়া টহলদারি চালানো হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘরছাড়া পরিবারগুলোর অভিযোগ, নয় মাস আগে যে মার্ডার কেসের ঘটনা ঘটেছিল তার পর থেকেই তারা এলাকাছাড়া ছিলেন। অভিযুক্তদের সমর্থকরা তাদের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছিলেন বলে অভিযোগ।ফেরার পর তারা দাবি করেন, ঘরে ঢুকে দেখেন বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, ইলেকট্রিক ফ্যান, হাঁড়ি-পাতিল, ধান-চাল, এমনকি সোনার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে। অনেক ঘরের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। বাড়ির ভেতর সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে বলে দাবি তাদের।পুলিশ জানিয়েছে, এলাকায় এখনও টহলদারি চালু থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি।গ্রামবাসীদের একাংশের দাবি, পুলিশি হস্তক্ষেপে আপাতত শান্তি ফিরেছে বটে, তবে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত না হলে ফের অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে এখনো।
৯ মাস পর ঘরে ফেরা
