Don Bosco: ডন বস্কোয় সায়েন্স এক্সিবিশন

Spread the love

কলকাতা: ২২ নভেম্বর শুক্রবার পার্ক সার্কাসের ডন বস্কোয় সায়েন্স এক্সিবিশন, ২০২৪ অনুষ্ঠিত হয়। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং গণিত (S.T.E.A.M)- এ নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলেছে।
বছর দুয়েক আগে ডন বস্কো ইন্টারন্যাশনাল S.T.E.A.M রিসার্চ (ISR, LIFE, USA) এর সঙ্গে পার্টনারশিপ করে। ২০২৪ এর এই এক্সিবিশনে S.T.E.A.M LIFE XP প্রজেক্ট উপস্থাপন করেন পড়ুয়ারা। এর মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন দিক খুলেছে। গোটা বিষয়টি বাস্তবায়িত হয়েছে ডন বস্কো পার্ক সার্কাসের প্রিন্সিপাল ভি.সি. জর্জ এবং স্কুল ম্যানেজমেন্টের দ্বারা।

ডন বস্কো আগাগোড়াই শিক্ষাগত মান এবং ব্যক্তিবিকাশে জোর দিয়েছে। LIFE, USA-এর সাথে সহযোগিতা S.T.E.A.M. শিক্ষাকে আরও উজ্জীবিত করেছে। বর্তমানে দাঁড়িয়ে নতুন প্রজন্মের জন্য ডন বস্কো নিজেদের আরও অভিনবত্বের সঙ্গে প্রস্তুত করেছে। যার ফল হল ২০২৪ এর এই এক্সিবিশন। এই প্রদর্শনী শুধু পড়ুয়াদের কৃতিত্ব প্রদর্শন করেনি, বরং উন্নততর ভবিষ্যতের তাৎপর্যে জোর দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *