এক ব্যবসায়ীকে অপহরণে গ্রেফতার ৫ যুবক। পুলিস সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে ২ জন বি.টেক এবং এম.টেক উত্তীর্ণ, দুর্গাপুরেরই বাসিন্দা। এই দুজনের ১ জন ইসিএলে কর্মরত
দর ঠিক হয় ১০ লক্ষে। মুক্তিপণ পেয়ে ব্যবসায়ীকে ছাড়া হয়, তার অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। মোবাইল এবং সিসিটিভি ফুটেজ ধরে অভিজিৎ চক্রবর্তী, সুপ্রিও খাওয়াস, সঞ্জীব বিশ্বাস, সোহম চট্টোপাধ্যায় এবং বিমলেশ কুমার ঠাকুরকে গ্রেফতার করে পুলিস।
দুর্গাপুরের কাঁকসা থেকেই গ্রেফতার করা হয় হাবিবুল্লাহ নামের এক যুবককে। লাজুক স্বভাবের মেধাবী ছাত্র হাবিবুল্লাহর জঙ্গি যোগ পাওয়া গিয়েছিল। কোনও ভাবে কি অপরাধে লিপ্ত হচ্ছে যুব সমাজ?