কলকাতার বিরুদ্ধে ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ খেলেছে ব্যাঙ্গালোর। আরসিবির ফিল্ডিং চলাকালীন ইডেনের দর্শক আসন থেকে এক ব্যক্তি ঢুকে পড়েন মাঠে। বিরাট কোহলির ফ্যান তিনি। বিরাটের সঙ্গে দেখা করতেই মাঠে ঢোকেন। কিন্তু এভাবে মাঠের মধ্যে প্রবেশ করা নিয়মের বাইরে। তাই তাঁকে বের করা হয় মাঠ থেকে। এরপরই ইডেন গার্ডেনসের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। উচ্চতা বাড়ানো হল গ্যালারির একাংশে থেকে ফেন্সিং এর। IPL এর উদ্বোধনী ম্যাচে ঋতুপর্ণ পাখিরা নামে উচ্চমাধ্যমিকের এক ছাত্র বিরাটকে নমস্কার করতে মাঠে ঢুকে পড়েন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আরও আঁটোসাঁটো হচ্ছে।
ঋতুপর্ণ, গ্যালারির যে অংশ থেকে মাঠে প্রবেশ করেছিকেন সেখানকার একাংশের লোহার ফেন্সিং। সেই উচ্চতা আরও কয়েক ফুট বাড়ানো হলো। এফ এবং জি ব্লকের কিছুটা অংশের ফেন্সিং বারানো হয়েছে। পুলিশের সাথে এই নিরাপত্তা ইসুতে ইতিমধ্যে বৈঠক হয়েছে CAB -র। সিসিটিভি মনিটরিং ও।