কলকাতার ছাতু বাবু লেনে আবার হেলে পড়ল বাড়ি।কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে বহুতল হেলে পড়ল অপর একটি বাড়ির উপর। স্থানীয়দের দাবি, নির্মীয়মাণ বাড়ির ৩টি তলা ভেঙে ফেলা হয় আগে। পুলিসের নজরদারিতেই ভাঙার কাজ চলেছিল। এরপর মাত্র ১০-১৫ দিনের মধ্যে তিনতলা তৈরি করা হয়। বেআইনি নির্মাণের অভিযোগ, হেলে পড়ার ঘটনা – কিচ্ছু জানতেন না কাউন্সিলর।
পাশাপাশি দুই বাড়ির জানালা প্রায় ঠেকে গেছে। শহর কলকাতা, হাওড়া জুড়ে বর্তমানে যদিও এই ছবি অস্বাভাবিক নয়। গার্ডেনরিচ দেখেছে বাড়ি ভাঙার ইতিহাস। তারপর দিন কয়েক ছেড়ে সেই যে বাঘাযতীন থেকে শুরু হয়েছে হেলাফেলায় বাড়ি হেলার পর্ব। এ আর শেষ হওয়ার নয়
আবার কলকাতায় বাড়ি হেলে পড়ার অভিযোগ, জানলার সঙ্গে ঠেকে পাশের বাড়ির জানলা
