কলকাতা: একদিকে সংখালঘু নিপীড়নের অভিযোগে তপ্ত বাংলাদেশ। গোটা বিশ্বের একাধিক দেশে নিন্দার মুখে বাংলাদেশ। এরই মাঝে ভয়ংকর দাবি আওয়ামী লীগের। আওয়ামী লীগের এক্স পোস্টে দাবি করা হয়েছে, করাচি থেকে চট্টগ্রামের বন্দরে বিস্ফোরক ভর্তি জাহাজ পৌঁছেছে ২১ ডিসেম্বর (যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি INDINEWS24)।

আওয়ামী লীগের এক্স পোস্টে আরও দাবি, এই বিস্ফোরক এতটাই ক্ষমতাশালী যে একটি বহুতল গুঁড়িয়ে বহু প্রাণহানি ঘটাতে পারে। একদিকে ভারতে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে বলে দাবি। অন্যদিকে গ্রেফতার হওয়া একাধিক ব্যক্তির সঙ্গে এবিটি এবং জামাত স্লিপার সেলের যোগসূত্র পাওয়া গেছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ত্রিপুরা অসম এবং পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকছে বহু অনুপ্রবেশকারী। তাদের আড়ালে রয়েছে জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। এমনকি, হাফিজ সাইদের মতো মুম্বাই হামলার অন্যতম চক্রির সঙ্গে যোগাযোগ আছে এমন ব্যক্তিরও সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। অসমে গ্রেফতার হওয়া জঙ্গি শাহীনুর ইসলামের কাছে পাওয়া গেছে জঙ্গি সংগঠনের নেতা নাজিমুল্লা হাক্কানীর লেখা জেহাদী বই। এই বই পড়িয়ে ভারতবিদ্বেষী বীজ বপন করা হচ্ছিল একাধিক ব্যক্তির মধ্যে। তবে কি পশ্চিমবঙ্গ অথবা ভারতের কোনও রাজ্যে বড়সর নাশকতার ছক রয়েছে? খাগড়াগড়ের মতো ভয়ঙ্কর বিস্ফোরকের ডেরা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ বা অন্য কোথাও? আওয়ামী লীগের এক্স পোস্ট সেই প্রশ্ন আরও জোরালো করছে।
