মাত্র ৩০০০ টাকায় সারা বছরের টোল! আসছে ফাস্টট্যাগের বার্ষিক পাস

Spread the love

জাতীয় সড়কে যাতায়াত আরও সস্তা ও সহজ করতে বড় ঘোষণা কেন্দ্রের। চালু হচ্ছে ফাস্টট্যাগের বার্ষিক পাস। আগামী ১৫ আগস্ট থেকে এই সুবিধা চালু হবে।

এই নতুন পাসের দাম ধরা হয়েছে বছরে মাত্র ₹৩,০০০। এর মাধ্যমে এক বছরে সর্বোচ্চ ২০০টি টোল প্লাজা যাত্রা করা যাবে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। তবে শুধু ব্যক্তিগত ব্যবহারের চারচাকা গাড়ির ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য।

ফাস্টট্যাগ ব্যবহারকারীরা Rajmarg Yatra অ্যাপ অথবা এনএইচএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করতে পারবেন। সময় ও পয়সা বাঁচাতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হতে চলেছে বলে মনে করছে কেন্দ্র।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *