ব্রাউন সুগার সহ গ্রেফতার

Spread the love

মালদহে ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার। গ্রেফতার এক এএসআই ও এক এনভিএফ কর্মী সহ চারজন। উদ্ধার চারশো গ্রামেরও বেশি ব্রাউন সুগার। মালদহ জেলার ইংরেজবাজার থানার মিলকী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে মাদকসহ চার জনকে গ্রেফতার করে। এদের মধ্যে মহঃ সফিকুল সেখ মানিকচক থানার এএসআই বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। অপর একজন এনভিএফ কর্মী নাম সফিকুল ইসলাম। অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত। ধৃত চার জন কে আজ মালদহ জেলা আদালতে তোলা হয়। মাদক লেনদেনের খবর আগাম পেয়ে অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইংরেরবাজার থানার পুলিশ ধৃত চার জনকে আজ আদালতে পেশ করে। জিজ্ঞাসা আমাদের জন্য তাদের হেফাজতের নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *