ঝাড়খণ্ডে বিরাট সাফল্য। গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার অমন সাহু। ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার অমনের সঙ্গে এসটিএফের লড়াই। ছত্রিশগড়ের রায়পুর জেল থেকে রাঁচির পথে এই ঘটনা ঘটেছে। রায়পুর জেল থেকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছিল গ্যাংস্টার অমনকে। পুলিশের দাবি, পালামৌর কাছে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। তখন অমন এসটিএফের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পাল্টা গুলি চালায় এসটিএফ। ঘটনাস্থলে মৃত্যু হয় আমন সাহুর। পালামৌর চয়নপুরে ঘটে এই ঘটনা। সূত্রের খবর, আমনকে যখন আনা হচ্ছিল, পাহাড় জঙ্গল ঘেরা ওই জায়গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে অমনের গ্যাংয়ের সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমবাজি করে। তাতেই দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। প্রশ্ন উঠছে, তবে সবটাই তো ইচ্ছাকৃত! সেই সময় পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালাচ্ছিল। দু-পক্ষের সংঘর্ষ হয়। এক এসটিএফ কর্মী গুলিবিদ্ধ হয় বলে দাবি।
এসটিএফের বিরাট সাফল্য! পালাতে গিয়েই গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার?
