রবিবার হাওড়া ময়দান এসপ্লানেড রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রবিবার সম্পূর্ণ লাইনের ইন্টারলকিং এর কাজ চলার কারণে পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আগামী দুই রবিবার গ্রীন লাইন ২- এ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে আগামী ১২ এবং ১৯শে জানুয়ারি মেট্রো চলবে না।
যদিও রবিবার মেট্রো চলাচল ওই রুটে শুরু হয় দুপুর দুটোর পর থেকে। তবে ১২ এবং ১৯ তারিখ তাও চলবে না।
হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত টানা মেট্রো সেবা খুব তাড়াতাড়ি শুরু হবে। এতে অফিস টাইমে গাড়িতে অস্বাভাবিক ভিড়ের সম্ভাবনাও কিছুটা কমে বলেই আশাবাদী মেট্রোরেল।