বনগাঁ মিলনপল্লী পার্কিং এলাকা। এখানে হেরোইনের ক্রেতাকে আটকে রেখে বিক্ষোভ। রাস্তা অবরোধ স্থানীয়দের। বিক্রেতাকে গ্রেফতারের দাবি নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদ আন্দোলনকারীদের।
উত্তর ২৪ পরগনার বনগাঁ। ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকা। এখান এক মহিলার বিরুদ্ধে হেরোইন বিক্রির অভিযোগ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি। এক ক্রেতা হেরোইন কিনতে গেলে তাকে আটকে রাখেন স্থানীয়রা। ক্রেতাকে আটকে রাখতে দেখে বিক্রেতা সেখান থেকে অন্যত্র পালিয়ে যান। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বনগাঁ ঝাউডাঙ্গা রাজ্য সড়কের মিলনপল্লী পার্কিং এলাকায় অবরোধ শুরু করে। অবরোধ তুলতে বনগাঁর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তলে আছে। স্থানীয়রা হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তারের দাবি করে। পরবর্তীতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। বিক্রেতা ও ক্রেতাকে আটক করে পুলিশ। ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পরবর্তীতে অবরোধ তুলে নেয় স্থানীয়রা ।