ইদ উপলক্ষে আলো। সেজে উঠল হুগলির ইমামবাড়া চত্বর। যেমনটা বড় দিনের সময় সাজিয়ে তোলা হয় পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক এলাকা।

চুঁচুড়ার ইমামবাড়া এলাকায় সংখ্যালঘু মানুষের পাশাপাশি হিন্দুদেরও বাস। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। দুর্গা পুজোয় সবাই যেমন সামিল হন তেমনি ইদ উৎসবে মেতে ওঠেন।

এই বছরই প্রথম স্থানীয়রা ইমামবাড়ার সামনের রাস্তা আলো দিয়ে সাজানোর ব্যবস্থা করেন। আগামী বছর চকবাজার থেকে ঘোলঘাট পর্যন্ত গোটা রাস্তাতেই চন্দননগরের আলো দিয়ে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইদ উপলক্ষে ৩ দিন ধরে চলবে উৎসব। আলোর মালাও থাকবে ৩ দিন। খুশির ইদ সবার জীবনে আলোয় ভরিয়ে তুলুক। চাইছেন উদ্যোক্তারা।