আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সরাসরি ভারতীয় পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিলেন নভোচারী শুভাংশু শুক্লা। তিনি গেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র যৌথ প্রচেষ্টায়। এই প্রথমবার কোনও ভারতীয় নভোচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়ে এত বিস্তারে পড়ুয়াদের কৌতূহলের জবাব দিলেন।
পড়ুয়ারা জানতে চায়, “দিনে যদি ১৬ বার সূর্য ওঠে, তাহলে ঘুমোনো যায় কীভাবে?” হেসে শুভাংশু জানান, সূর্য ওঠা-পোড়া নিয়ে তারা বিভ্রান্ত হন না, কারণ তারা পৃথিবীর সময় অনুযায়ী, অর্থাৎ গ্রিনিচ মান সময় (GMT) অনুসারে কাজ করেন। তাই নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান, আর ঘুমোন নির্দিষ্ট ‘স্লিপিং পড’-এ, যেখানে স্লিপিং ব্যাগে নিজেকে বেঁধে রাখতে হয় যাতে শরীর ভেসে না যায়।
তিনি আরও জানান, শরীরকে ঠিক রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করতে হয়। মহাকাশে ভারহীনতার কারণে হাড় ও পেশি দুর্বল হয়ে পড়ে, তাই নিয়মিত শরীরচর্চা বাধ্যতামূলক।
শেষে শুভাংশু পড়ুয়াদের বলেন, “মহাকাশে থাকার অভিজ্ঞতা দারুণ, কিন্তু সেটি সম্ভব হয় একমাত্র অধ্যবসায়, কঠোর প্রস্তুতি আর বিজ্ঞান ও প্রযুক্তিতে মনোনিবেশের মাধ্যমে।”