হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাতেই আগুন। সূত্রের খবর, জালান কমপ্লেক্সের কেমিক্যাল ফ্যাক্টরিতে এই বিধ্বংশী আগুন লেগেছে। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে poucho দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন ছড়িয়েছে পাশের আরও দু টি কারখানায়।ক্যামিক্যাল ফ্যাক্টরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পর পর ক্যামিকেল এর ড্রামে বিস্ফোরণ হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে ফ্যাক্টরিতে।
আরও আপডেট পেতে নজর রাখুন INDINEWS24-এ
দিন কয়েক আগে পাথরপ্রতিমায় বাজি মজুত থাকা বাড়িতে আগুন লেগে বিস্ফোরণে এবং অগ্নিকাণ্ড ঘটে। একই পরিবারের আট জনের মৃত্যু হয় এই ঘটনায়। পুলিশের দাবি, বেআইনি ভাবেই বাজি মজুত করা হয়েছিল লোকালয়ে। চন্দ্রকান্ত বণিক এবং তাঁর ভাই, দুই বাজি ব্যবসায়ী গ্রেফতার। চন্দ্রকান্ত তাঁর মা এবং ভাই বাদে চার শিশু সহ সবার মৃত্যু হয়েছে ওই আগুনে পুড়ে। আর এবার হাওড়ায় কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড।