HOWRAH: জীবনরক্ষী RPF 

Spread the love

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা বদলায় না। তাতে জীবনের ঝুঁকি জেনেও একই কাজ। হাওড়া স্টেশনে প্রাণ রক্ষক আরপিএফ। কার্যত বালিয়া এক্সপ্রেসের নিচে কাটা পড়া থেকে যুবককে রক্ষা করলেন আরপিএফ। এর আগেও অগাস্ট মাসে এই ছবি দেখা গিয়েছিল।

চলতি বছর অগাস্ট মাসে RPF এর তরফে পোস্ট করা ভিডিও। যেখানে এসআই সানি প্রাণ বাঁচিয়েছিলেন এক যাত্রীর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *