HOWRAH: হাওড়ায় জাল নোট!

Spread the love

বছরের শুরুতেই ধরপাকড়। হাওড়ায় উদ্ধার জাল নোট। পশ্চিমবঙ্গের বিশেষ টাস্ক ফোর্সের একটি টিম হাওড়া স্টেশন থেকে ভারতীয় মুদ্রার নোট বহনের সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তল্লাশিতে উদ্ধার হয়েছে ৯২,০০০ টাকা(এফসিআইএন)। মূলত সেগুলি ৫০০ টাকার নোট। গ্রেফতার হওয়া মুন্না (বয়স ৩০) মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর ১৭৯/১৮০ সেকশনে তদন্ত শুরু করেছে হাওড়া সিআরপিএস।

হাওড়া জিআরপি ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আন্তঃরাজ্য একটি জাল নোটের চক্র রয়েছে বলে অনুমান। এই চক্র কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে । এই চক্রে কে বা কারা যুক্ত রয়েছে, তা ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *