হুমায়রা আসগরের মরদেহ গ্রহণে অস্বীকৃতি বাবার, বললেন: “আমাদের কোনও সম্পর্ক নেই”

Spread the love

পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর পর তার পরিবারের অমানবিক প্রতিক্রিয়া ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। করাচির ডিফেন্স ফেজ ৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে তার পচাগলা মৃতদেহ উদ্ধারের পর পুলিশ যখন পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তখন হুমায়রার বাবা সাফ জানিয়ে দেন:

“আমাদের ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। অনেক আগেই সম্পর্ক ছিন্ন করেছি। ওর মৃতদেহ নিয়ে তোমরা যা ইচ্ছা করো। আমরা নেব না।”

পুলিশ একাধিকবার চেষ্টা করেও হুমায়রার বাবা ও ভাইকে রাজি করাতে পারেনি। কিন্তু হুমায়রার বাবা নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, তারা বহু বছর আগেই হুমায়রাকে ত্যাগ করেছেন এবং মৃতদেহ গ্রহণ করবেন না।

এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নেটিজেনদের একাংশ এই সিদ্ধান্তকে “নিষ্ঠুর” ও “অমানবিক” বলে অভিহিত করেছেন। অনেকে মন্তব্য করেন:

“মানুষ এত নিষ্ঠুর কীভাবে হয়?”
“মেয়েরা ভুল করলে বাবা-মা কি এভাবে ত্যাগ করতে পারেন? বিচার হবে একদিন।”

এখন পর্যন্ত হুমায়রার মরদেহ পরিবারের কেউ গ্রহণ না করায় প্রশাসনিক জটিলতাও তৈরি হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ দাফনের বিষয়টি বিবেচনা করছে।

এই ঘটনা আরও একবার সামনে এনে দিল—পারিবারিক সম্পর্ক ও সমাজের দৃষ্টিভঙ্গি কতটা নির্মম হতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *