স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া উজ্জ্বল শীল (৬৫)-এর মৃত্যু হল হাসপাতালে। চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করলে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।জানা গেছে, হুগলি জেলার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগর দক্ষিণে বছর তিনেক আগে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ঝর্ণা ঘোষ ও তার দ্বিতীয় স্বামী উজ্জ্বল শীল। তবে তাদের বৈবাহিক জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর।গত শনিবার রাতে ওই ভাড়া বাড়িতেই স্ত্রী ঝর্ণা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন উজ্জ্বল শীল। ঘটনার পর চুঁচুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে।মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। আজ সকালে তার মৃত্যু হয়।হাসপাতালের সুপারিনটেনডেন্ট অমিতাভ মণ্ডল জানান, “গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্ত উজ্জ্বল শীলকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।” তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্ত্রী হত্যার অভিযোগে ধৃত স্বামীর মৃত্যু হাসপাতালে!
