India Bangladesh: ভারতের কমতে থাকা দারিদ্র্যের খবর ছাপছে বাংলাদেশ!
শেখ হাসিনার সরকারের আমলে হওয়ার চুক্তি মেনে এখনওভারতের থেকে সাহায্য নিয়েই চলছে বাংলাদেশ। ভারত হাত তুললে বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে বলেই মনে করছে একাধিক মহল। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একাধিক আলোচনার মধ্যেই বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত ভারতের উন্নয়নের খতিয়ান। বাংলাদেশী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের গ্রামাঞ্চলে দারিদ্র্য কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতের গ্রামীণ এলাকায় দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৪.৮৬%; ২০১১-২০১২ অর্থবছরে যা ছিল ২৫.৭%; দারিদ্র্য কমেছে শহরাঞ্চলেরও।
তাদের দাবি, নতুন বছরের শুরুতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা এসবিআই। সেখানে দারিদ্র্য হ্রাসের চিত্র উঠে এসেছে।
ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দাবি, সরকারি সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর প্রভাব পড়ছে গ্রাম এবং শহরাঞ্চলে। এসব প্রকল্পের কারণেই দারিদ্র্যের সূচক নিম্নমুখী। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলের দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১১-১২ আর্থিক বছরে ভারতের শহরাঞ্চলে দারিদ্র্যের হার ছিল ১৩. ৭ শতাংশ। গত অর্থবছরে (২০২৩-২০২৪) তা ৪.০৯ শতাংশে নেমেছে।