কুড়মি সমাজ আবার আন্দোলনে। আবার পুরুলিয়ায়। ভূমি দফতরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলো আদিবাসী কুড়মি সমাজ। এই দিন একাধিক দাবিকে সামনে রেখে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। পুরুলিয়া শহরের রাঁচি রোড থেকে মিছিল করে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর অফিসের বাইরে গিয়ে অবস্থান বিক্ষোভ সামিল হন আন্দোলনকারীরা।
কুড়মি সমাজের আন্দোলনকে কেন্দ্র করে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন কুড়মি সমাজের প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাওয়া ভিত্তিক একটি স্মারকলিপি দেন জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের কাছে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় তাদের পক্ষ থেকে।