মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত। ইরান ও ইজরায়েলের টানাপোড়েনের ফলে বিশ্ব বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের অর্থনীতির উপর। শুধু তেল নয়, এই সংঘাতের কারণে দেশের সাধারণ মানুষের জীবনে আরও অনেক খাতে মূল্যবৃদ্ধি ঘটতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।
বিশেষ করে যদি হরমুজ প্রণালীতে কোনও ধরনের সামরিক অচলাবস্থা দেখা যায়, তা হলে বিশ্ববাজারে জ্বালানির জোগান ব্যাহত হতে পারে। এর ফলে ভারতেও বাড়বে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে।
শুধু জ্বালানি নয়, বাড়বে গ্যাস, কেমিক্যাল, শিল্পপণ্য, বিমান ভাড়া এবং খাদ্যপণ্যের দামও। কারণ এই সমস্ত ক্ষেত্রই কোনও না কোনওভাবে জ্বালানি খরচের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক শিপিং খরচও বেড়ে যেতে পারে, কারণ জাহাজগুলিকে বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে।
এর পাশাপাশি রুপি দুর্বল হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। ডলারের তুলনায় রুপির মান আরও পড়ে যেতে পারে, যার ফলে আমদানি খরচও বাড়বে। বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অর্থনৈতিক বিশ্লেষকরা।
সব মিলিয়ে, যুদ্ধ পরিস্থিতি আরও বাড়লে, তা ভারতের বাজার ও সাধারণ জীবনে বড় ধাক্কা আনতে পারে বলেই মনে করা হচ্ছে। সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলেও সূত্রের খবর।